চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ। উল্লেখযোগ্য কাজসমূহ হল হালদা নদীর উভয় তীর সংরক্ষণ কাজ ১২.১২০ কিমি , বাঁধ পুনরাকৃতিকরণ কাজ ১৫ কিমি বাঁধ নির্মাণ কাজ ৬কিমি ফ্লাডওয়াল নির্মাণ কাজ ০.৫৫০ কিমি বাঁধ নির্মাণসহ রাস্তা উচ্চতা উন্নীতকরণ কাজ ৪.০০৮ কিমি।
চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া ও বোয়ালখালী উপজেলা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফূলী ও ইছামতি নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা।উল্লেখযোগ্য কাজসমূহ হল কর্ণফুলী নদীর উভয় তীরে প্রতিরক্ষা কাজ ও ইছামতি নদীর উভয় তীরে প্রতিরক্ষা কাজ ১০কিমি শিলক ও বিভিন্ন শাখা নদীর উভয় তীরে নদী তীর প্রতিরক্ষা কাজ ২.৫০ কিমি কর্ণফুলী নদী ড্রেজিং কাজ ইছামতি নদী ড্রেজিং কাজ১৬ কিমি।